Bahumatrik :: বহুমাত্রিক
 
২৭ শ্রাবণ ১৪২৭, বুধবার ১২ আগস্ট ২০২০, ৩:১৫ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক


০৯ আগস্ট ২০১৯ শুক্রবার, ০৬:৫৯  পিএম

বহুমাত্রিক ডেস্ক


ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা : প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে পশ্চিম ও উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে সুন্দরবন এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগিটি অপসারণ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মাসুম আলী খান জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর বঙ্গবন্ধু সেতুর কাছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। রেলওয়ের প্রকৌশলীরা লাইনচ্যুত বগিটি অপসারণ করলে বিকেলে সাড়ে ৪টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুপুর ২টার দিকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রাপ্তে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের একটির বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। এতে ঢাকা থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়ে ঈদে ঘরমুখো মানুষ।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।