Bahumatrik :: বহুমাত্রিক
 
২৪ চৈত্র ১৪২৬, মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২০, ৬:৩৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ড. বিজন কুমারকে গণভবনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর


২৩ মার্চ ২০২০ সোমবার, ১০:১৪  এএম

বহুমাত্রিক ডেস্ক


ড. বিজন কুমারকে গণভবনে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

ঢাকা : করোনা ভাইরাস আক্রান্ত রোগীকে শনাক্তে দ্রুত ও কম খরচের টেস্ট পদ্ধতির উদ্ভাবক বিজ্ঞানী ড. বিজন কুমার শীলকে গণভবনে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ড. বিজন কুমার শীল নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়নি।গণভবন থেকে তাকে জানানো হয়েছে, খুব শিগগিরই সাক্ষাতের সময় সূচি জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, করোনা ভাইরাস শনাক্ত করার জন্য সম্প্রতি ড. বিজন কুমার শীলের নেতৃত্বে গণস্বাস্থ্য সংস্থার একটি টিম দ্রুততম ও কম খরচে টেস্ট কিট আবিষ্কার করে বিশ্বজুড়ে আলোচনা তৈরি করে। এই পদ্ধতি বাস্তবায়নের জন্য রিএজেন্ট আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।