Bahumatrik :: বহুমাত্রিক
 
১৬ অগ্রাহায়ণ ১৪২৮, বুধবার ০১ ডিসেম্বর ২০২১, ১২:৩৪ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

টিকা দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেয়া উচিত : ইউনিসেফ


১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার, ০৫:৩৬  পিএম

বহুমাত্রিক ডেস্ক


টিকা দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেয়া উচিত : ইউনিসেফ

জাতিসংঘ শিশুসংস্থা ইউনিসেফ প্রধান কোভিড ১৯ এর টিকা দেয়ার ক্ষেত্রে শিক্ষকদের অগ্রাধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন।

ইউনিসেফ প্রধান হেনরিয়েটা ফোরে মঙ্গলবার এ আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বজুড়ে কোভিড ১৯ শিশুশিক্ষার ব্যাপক ক্ষতি করেছে। শিক্ষা পরিস্থিতি স্বাভাবিক করতেশিক্ষকদেও টিকা দেয়া গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, স্বাস্থ্য কর্মী ও উচ্চ ঝুঁকিতে থাকা জনগণের পাশাপাশি শিক্ষকদের অগ্রাধিকার দেয়া উচিত।

হেনরিয়েটা বলেন, এতে শিক্ষকরা করোনা সংক্রমণ থেকে রক্ষা পাবে এবং স্কুল খোলা সম্ভব হবে।
তিনি বলেন, পরবর্তী প্রজন্মেও ভবিষ্যত নিরাপত্তায় শক্তি অনুযায়ী আমদেও সবকিছু করতে হবে।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।