
ঢাকা : গিনির রাজধানী কোনাক্রির উপকণ্ঠে বুধবার রাতে সৈন্যদের গুলিতে দু’জন নিহত হয়েছে। এর আগে দিনের শুরুতে সেখানে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
মামাদু বেলা বালদে (৩০) ও তার তিন বন্ধু ওয়ানিদারা এলাকার একটি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় সৈন্যরা তাদের লক্ষ্যকরে গুলি করলে সে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায়।
নাম প্রকাশ না করার শর্তে বালদের ভাই এএফপি’কে বলেন, অপর তিনজনের একজন বুকে গুলি লেগে মারা যায়। তার নাম মামাদু আলিমু দাইলো।
তিনি আরো বলেন, ‘সৈন্যদের গুলিতে বাকি দু’জন আহত হলেও তারা এখনো জীবিত রয়েছে।’
কোনাক্রির হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে দু’টি লাশ আনা হয়েছে।
এ ব্যাপারে সরকার এখনো কোন মন্তব্য করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ও বিকেলে এ উপকণ্ঠে প্রতিবাদ সমাবেশ করা হয়।