Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১০ ১৪৩২, বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর ২০২৫

খালেদার জামিন চেয়ে ১৪০১ পৃষ্ঠার আপিল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫৮, ১৪ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

খালেদার জামিন চেয়ে ১৪০১ পৃষ্ঠার আপিল

ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা হাইকোর্টের খারিজ আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ১৪০১ পৃষ্ঠার আপিল আবেদন দাখিল করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

তিনি জানান, তিনটি খণ্ডে এ আপিলটি আজ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় জমা দেয়া হয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৩১ জুলাই বেগম জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। এ আদেশের তিন মাস পর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেন তার আইনজীবীরা। এ মামলায় বেগম জিয়ার সাত বছরের কারাদণ্ড হয়েছে বিচারিক আদালতে।

Walton
Walton