Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ২১ ১৪৩২, সোমবার ০৫ জানুয়ারি ২০২৬

কোরবানির গরুকে বাঁচাতে গিয়ে থামলো জীবনপ্রদীপ

ভালুকা প্রতিনিধি

প্রকাশিত: ২২:৪৬, ১০ আগস্ট ২০১৯

প্রিন্ট:

কোরবানির গরুকে বাঁচাতে গিয়ে থামলো জীবনপ্রদীপ

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহা-সড়কের ভরাডোবা নামক স্থানে কোরবানির গরু ফেরাতে গিয়ে বাসে ধাক্কায় দিলে সেলিম মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

ভালুকা হাইওয়ে পুলিশের এসআই মাহমুদুল্লাহ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যায় ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সেলিম মিয়া, কোরবানির গরু বিক্রির জন্য মেদুয়ারী থেকে ভালুকা বাজারের গরুর হাটে বিক্রি করতে আসেন।

পথে মহা-সড়কের ভরাডোবা এলাকায় ষাড়টি রাস্তা দিয়ে দৌড়িয়ে পূর্ব পাশে যাওয়ার সময় সেলিম সেই ষাড়কে নিয়ন্ত্রণ করতে গিয়ে রশি ধরে জোরে টান দেয়ার সময় ময়মনসিংহগামী অজ্ঞাত একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্মরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

 

 

বহুমাত্রিক.কম

Walton
Walton