Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫

করোনা মহামারি ইস্যুতে শি জিনপিং-পুতিন ফোনালাপ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ১৭ এপ্রিল ২০২০

আপডেট: ১৩:৩৯, ১৭ এপ্রিল ২০২০

প্রিন্ট:

করোনা মহামারি ইস্যুতে শি জিনপিং-পুতিন ফোনালাপ

ঢাকা : করোনাভাইরাসের (কোভিড -১৯) বিরুদ্ধে লড়াইয়ে পারস্পরিক সহায়তা বৃদ্ধির লক্ষ্যে এবং এ মহামারি নিয়ে রাজনৈতিকীকরণ না করার বিষয়ে বৃহস্পতিবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনে কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে উল্লেখ করে চীনা প্রেসিডেন্ট বলেন, সব দেশই এ মহামারি মোকাবিলার ক্ষেত্রে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।

চীন ও রাশিয়ার মধ্যকার ভালো সম্পর্কের কথা উল্লেখ করে তিনি আরও জানান, কোভিড-১৯ মহামারি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে আরও ভালোভাবে কীভাবে পারস্পরিক সহযোগিতা বাড়ানো যায় সে বিষয়ে মতামত বিনিময় ও যার যার অবস্থানের সমন্বয় করতে দুই নেতা একমাসে দুইবার টেলিফোনে আলোচনা করেছেন।

শি জিনপিং বলেন, সংক্রামক এ ব্যাধির বিরুদ্ধে ব্যক্তিগতভাবে রাশিয়ার লড়াইয়ের পরিকল্পনা এবং সেক্ষেত্রে নির্দেশনা দিয়ে আসছেন পুতিন। এছাড়া কার্যকরভাবে করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের একটি ব্যবস্থাও চালু করেছেন তিনি।

এদিকে, চীন সরকার এবং জনগণ করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধ ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে বলে জানান ভ্লাদিমির পুতন।

প্রাণঘাতী এ রোগের বিরুদ্ধে লড়াই করা অন্যান্য অনেক দেশকেও সহায়তা করায় চীন সরকারকে ধন্যবাদ জানান রুশ প্রেসিডেন্ট।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables