Bahumatrik :: বহুমাত্রিক
 
২৪ বৈশাখ ১৪২৮, শুক্রবার ০৭ মে ২০২১, ৬:০৭ পূর্বাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

করোনামুক্ত হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী


২২ জুন ২০২০ সোমবার, ০৯:৩৮  এএম

বহুমাত্রিক ডেস্ক


করোনামুক্ত হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা : করোনাভাইরাস জয় করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার তার ফলাফল নেগেটিভ আসলে বিকেলে তিনি বাড়ি ফিরেছেন। তবে তার স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। মাঝে মধ্যে তাকে উচ্চমাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে।

গত ১২ জুন করোনা শনাক্তের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর শারীরিক অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিক তাদেরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয়।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর করোনাভাইরাসে আক্রান্ত হন এবং বর্তমানে তিনি এখন ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে চিকিৎসাধীন আছেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

BRTA
Bay Leaf Premium Tea

মুক্তিযুদ্ধ -এর সর্বশেষ