Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

করোনামুক্ত হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৮, ২২ জুন ২০২০

প্রিন্ট:

করোনামুক্ত হলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ঢাকা : করোনাভাইরাস জয় করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রোববার তার ফলাফল নেগেটিভ আসলে বিকেলে তিনি বাড়ি ফিরেছেন। তবে তার স্ত্রীর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। মাঝে মধ্যে তাকে উচ্চমাত্রায় অক্সিজেন দিতে হচ্ছে।

গত ১২ জুন করোনা শনাক্তের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তার স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর শারীরিক অবস্থার অবনতি হয়। তাৎক্ষণিক তাদেরকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয়।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর করোনাভাইরাসে আক্রান্ত হন এবং বর্তমানে তিনি এখন ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচে চিকিৎসাধীন আছেন।