Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৪ ১৪৩২, বুধবার ০৯ জুলাই ২০২৫

করোনাভাইরাসে এবার তাইওয়ানে মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ১৬ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

করোনাভাইরাসে এবার তাইওয়ানে মৃত্যু

ঢাকা : নতুন করোনাভাইরাসের (কোভিড ১৯) সংক্রমণে এবার তাইওয়ানে এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। চীনের বাইরে ফিলিপাইন, হংকং, জাপান ও ফ্রান্সের পর প্রথমবারের মতো তাইওয়ানে এ ভাইরাসের সংক্রমণে কারও মৃত্যুর খবর পাওয়া গেল।

এর আগে ফিলিপাইন, হংকং, জাপান ও ফ্রান্সে এই ভাইরাসে আক্রান্ত চারজন মারা যান। এর মধ্যে তিনজনই চীনের নাগরিক। বিবিসি বলছে, আজ রোববার পর্যন্ত এই ভাইরাসের উৎপত্তিস্থল চীনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬৫–তে। আক্রান্ত হয়েছে ৬৮ হাজারের বেশি মানুষ।তাইওয়ানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত রোববার এক রোগীর মৃত্যু হয়েছে।

এ নিয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং বলেন, করোনাভাইরাসের সংক্রমণে প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ডায়াবেটিস ও হেপাটাইটিস বি-তেও ভুগছিলেন। তাইওয়ানে এটাই প্রথম মৃত্যু। আর আক্রান্ত রোগীর সংখ্যা ২০।

বিবিসি বলছে, চীনের বাইরে প্রায় ৩০টি দেশে পাঁচ শতাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।