Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৭, ২২ এপ্রিল ২০২১

প্রিন্ট:

কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে সালমা বেগম (১৪) নামে ৮ম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত সালমা বেগম গ্র দিন মজুর মিনার মিয়ার মেয়ে। ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর (টিলাগাঁও) গ্রামে বৃহস্পতিবার সকালে বাড়ির রান্নাঘরে এ ঘটনাটি ঘটে। ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাতে বাড়ির মা-বাবা সেহরি খেয়ে ঘুমিয়ে পড়লে সকালে সালমা বেগম উঠে রান্না ঘরে গিয়ে ছোট ভাইদের জন্য নাস্তা তৈরী করতে যায়। এসময় একটি ভাঙ্গা স্যুইচ বোর্ডে স্যুাইচ টিপার সাথে সাথে সে বিদ্যুতায়িত হয়ে হয়। তখন বাঁচার জন্য হাল্লা চিৎকার শুরু করে।

এসময় মা নাজমা বেগম ঘুম থেকে উঠে দেখেন মেয়েটি বিদ্যুতায়িত হয়েছে। তার বাবা মিনার মিয়া উঠে দ্রুত বিদ্যুতের মেইন স্যুাইচ বন্ধ করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে দ্রুত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সালমা ইসলামপুর ইউনিয়নের পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

বহুমাত্রিক.কম