Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ওয়াসার এমডির মেয়াদ ৩ বছর বাড়ানোর সুপারিশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২২, ১৯ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

ওয়াসার এমডির মেয়াদ ৩ বছর বাড়ানোর সুপারিশ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছরের বাড়ানোর জন্য প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সুপারিশ করা হয়েছে বোর্ড সভায়।

শনিবার বিকেলে অনুষ্ঠিত এক বোর্ড সভায় এমন সুপারিশ করা হয়েছে বলে বোর্ড সভা সূত্রে জানা গেছে।তবে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ জাগো নিউজকে বলেন, বোর্ডের প্রস্তাব এখনও আমরা পাইনি। প্রস্তাব পেলে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত বৃহস্পতিবার ঢাকা ওয়াসা’র সচিব প্রকৌশলী শারমিন হক আমীরের সই করা এক নোটিশে বলা হয়, ‘ঢাকা ওয়াসা বোর্ডের ৯৭তম বিশেষ সভা (অনলাইন মিটিং) ১৯ সেপ্টেম্বর রোজ শনিবার বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। এ সভায় বোর্ডের সদস্যদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সভার আলোচ্য সূচিতে বলা হয়েছে, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে তিন বছরের জন্য নিয়োগের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে প্রেরণ বিষয়।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables