Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ইন্টারনেট ও ডিশ ধর্মঘট সিদ্ধান্ত স্থগিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৩, ১৭ অক্টোবর ২০২০

প্রিন্ট:

ইন্টারনেট ও ডিশ ধর্মঘট সিদ্ধান্ত স্থগিত

সারাদেশে ইন্টারনেট ও ডিশ সংযোগ বন্ধের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সরকারের আশ্বাসে পরিপ্রেক্ষিতে আইএসপিএবি ও কোয়াব তাদের কর্মসূচি স্থগিত করেছে।

শনিবার সন্ধ্যায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটর অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এক জুম মিটিংয়ে এ ঘোষণা দেয়া হয়।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম এবং মহাসচিব ইমদাদুল হক, কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বিনা নোটিশে বিদ্যুতের খুঁটিতে ঝুলানো তার অপসারণ করলে ইন্টারনেট ও ডিশ বন্ধ করে দেয়া হবে ঘোষণা দিয়েছিল এ সংগঠন দুটি। ১৮ অক্টোবর থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা ইন্টারনেট-ডিশ বন্ধ থাকবে বলে জানিয়েছিল তারা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables