
সাভারের আশুলিয়ায় একই পরিবারের তিন জন আগুনে দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কবির মন্ডলের মালিকানাধীন শ্রমিক কলোনীতে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎ থেকে টিনের ঘরে লাগা আগুনে তাঁরা দগ্ধ হয়েছেন বলে পরিবারের দাবি।
অগ্নিদগ্ধরা হলেন নির্মল রায় (৪৫), তার স্ত্রী চায়না রায় (৩৫) ও তাঁদের ছেলে নিপু রায় (১৫)। তাঁরা রাতে একই ঘরে ছিলেন। পাশের ঘরে ছিলেন আরেক ছেলে দিলীপ রায়।
এবিষয়ে দিলীপ রায় জানান, সকাল সোয়া ছয়টার দিকে থাকার ঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেয়। পরে সেখান থেকে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, একই পরিবারের দগ্ধ তিনজন হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো জানান, তাদের ৩ জনের শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।
বহুমাত্রিক.কম