Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৬ ১৪৩২, বুধবার ০২ জুলাই ২০২৫

আশুলিয়ায় অটোরিকশা সহ চালক নিখোঁজ

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০২১

প্রিন্ট:

আশুলিয়ায় অটোরিকশা সহ চালক নিখোঁজ

নিখোঁজ অটোরিকশা চালক সেন্টু। ছবি : বহুমাত্রিক.কম

আশুলিয়ায় ব্যাটারি চালিত অটোরিকশা সহ সেন্টু মিঝি (৩৫) এক চালক নিখোঁজ হয়েছেন। ঘটনায় নিখোঁজের ছোট ভাই নান্টু মিঝি আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (১২৩১) দায়ের করেছেন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এর আগে একইদিন ভোর রাত ৪টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি।

সেন্টুর ছোট ভাই নান্টু জানান, বুধবার ভোরে স্থানীয় এক ব্যাক্তিকে আশুলিয়ার জিরানী বাজারে নামিয়ে দিয়ে আর ফিরে আসেনি। দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলেও তার কোন খোঁজ না পেয়ে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোজাখুজি করেও না পেয়ে ওইদিন রাতে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো: ইউনুস জানান, নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সর্বশেষ অবস্থান জানার জন্য মোবাইল ফোনের নাম্বার ট্রাকিংয়ে দেয়া হয়েছে।

 

 

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer