Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

আমারও হতে পারত মায়ের মতো পরিণতি: প্রিন্স হ্যারি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২১, ২ মার্চ ২০২১

প্রিন্ট:

আমারও হতে পারত মায়ের মতো পরিণতি: প্রিন্স হ্যারি

ব্রিটেনের প্রিন্স হ্যারি বলেছেন, তার পরিণতি তার মা প্রিন্সেস ডায়ানার মতো হতে পারত। তার মায়ের মৃত্যুর ঘটনা উল্লেখ করে এমন আশঙ্কার কথা জানিয়েছেন হ্যারি। জনপ্রিয় মার্কিন উপস্থাপক ওপরা উইনফ্রেকে দেওয়া সাক্ষাত্কারে প্রিন্স হ্যারি এই আশঙ্কার কথা জানান। খবর দ্য গার্ডিয়ানের।

স্ত্রী মেগান মার্কেলকে পাশে বসিয়ে সাক্ষাত্কারে হ্যারি বলেন, আমি যথেষ্ট খুশি যে, মেগানকে পাশে বসিয়ে এই সাক্ষাত্কার দিতে পারছি। তার মায়ের যে পরিণতি হয়েছিল, সেই বিভীষিকাময় ঘটনাকে কল্পনা করতেও তার কষ্ট হচ্ছে সেটাও জানিয়েছেন হ্যারি।

রাজপরিবার ছেড়ে বেরিয়ে আসা একটা কঠিন সিদ্ধান্ত তো বটেই। তবে তারা দুজনে যে পরস্পরের জন্য বাঁচতে পারছেন, সেটাই অনেক বলে জানান হ্যারি। সিবিএস নিউজকে দেওয়া এই সাক্ষাত্কার আগামী ৭ মার্চ সম্প্রচার করা হবে। তবে এর আগে সিবিএস নিউজ দুটি ক্লিপ প্রকাশ করেছে। গত বছরই রাজকীয় দায়িত্ব এবং কর্তব্যের পাট শেষ করে বাকিংহাম প্যালেস ছেড়েছিলেন হ্যারি এবং মেগান।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables