Bahumatrik :: বহুমাত্রিক
 
৩১ আষাঢ় ১৪২৭, বুধবার ১৫ জুলাই ২০২০, ১২:১৬ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আওয়ামী লীগ নেতা নাসিম করোনায় আক্রান্ত


০১ জুন ২০২০ সোমবার, ১১:৪০  পিএম

বহুমাত্রিক ডেস্ক


আওয়ামী লীগ নেতা নাসিম করোনায় আক্রান্ত

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপির শরীরে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন।

মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, সোমবার রাতে তার বাবার করোনা পরীক্ষার রিপোর্ট দেওয়া হয় এবং তিনি পজিটিভ হিসেবে শনাক্ত হন।

সোমবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় মোহাম্মদ নাসিমকে। জয় বলেন, তার শরীরের অবস্থা অবনতির দিকে গেলে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

তিনি আরও বলেন, বাবার নানা শারীরিক সমস্যা রয়েছে। এর ওপর নিউমেনিয়া সমস্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে নিতে হয়। তবে তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। কোনো শ্বাসকষ্ট নেই।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।