Bahumatrik :: বহুমাত্রিক
 
২৩ ফাল্গুন ১৪২৭, রবিবার ০৭ মার্চ ২০২১, ৬:৪৪ অপরাহ্ণ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

আইসিটির তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন সানাউল হক


১৮ জানুয়ারি ২০২১ সোমবার, ০৯:১১  পিএম

বহুমাত্রিক ডেস্ক


আইসিটির তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন সানাউল হক

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা এম. সানাউল হক। সোমবার সন্ধ্যায় তিনি নিজে এ বিষয়ে সাংবাদিকদের অবগত করেন।

সানাউল হক বলেন, আজ আমি তদন্ত সংস্থার সমন্বয়কের দায়িত্ব পাওয়ার অফিস আদেশ পেয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

২০২০ সালের ২৯ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান মারা যান। আব্দুল হান্নান খানের স্থলাভিষিক্ত হলেন এম সানাউল হক।

২০১১ সালের ১২ জানুয়ারি থেকে এম. সানাউল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।