Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি রওশন এরশাদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৩, ১৮ মে ২০২০

প্রিন্ট:

অসুস্থ হয়ে সিএমএইচে ভর্তি রওশন এরশাদ

ঢাকা: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চিফ প্যাট্রন রওশন এরশাদ অসুস্থ। শনিবার তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ( সিএমএইচ) ভর্তি হয়েছেন। তিনি শ্বাসকষ্ট ও এলার্জি জনিত সমস্যায় ভুগছেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত সহকারী মামুন হাসান জানান, রওশন এরশাদ আগে থেকেই পায়ের গোড়ালিতে এলার্জি জনিত সমস্যায় ভুগছিলেন। মূলত এ কারণেই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

আর চিকিৎসকরা জানিয়েছেন, রক্তচাপ জনিত কারণে সামান্য যে শ্বাসকষ্ট ছিল সেটিও সেরেছে। চিকিৎসকরা আশা করছেন, আজ সোমবার বিরোধীদলীয় নেতা বাসায় ফিরতে পারবেন।