Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৭ ১৪৩২, শনিবার ১২ জুলাই ২০২৫

অধ্যাপক মোজাফফর আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ২৩ আগস্ট ২০১৯

প্রিন্ট:

অধ্যাপক মোজাফফর আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এই প্রবীণ রাজনৈতিক নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে রাষ্ট্রপতি ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক এবং প্রগতিশীল আন্দোলনে তার অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ জীবনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে অধ্যাপক মোজাফফর আহমেদের অবদান মানুষ চিরদিন মনে রাখবে। আবদুল হামিদ বলেন, তার মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিককে হারালো। এতে দেশের রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়েছে।

রাষ্ট্রপতি হামিদ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। প্রবীণ রাজনীতিক অধ্যাপক মোজাফফর আহমেদ আজ রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৯৭ বছর।