Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৮ ১৪৩২, শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬

অক্সফাম কেলেঙ্কারিতে সাত হাজার দাতার অর্থায়ন বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৮, ২১ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অক্সফাম কেলেঙ্কারিতে সাত হাজার দাতার অর্থায়ন বন্ধ

ফাইল ছবি

ঢাকা : যৌন কেলেঙ্কারির ঘটনায় প্রায় সাত হাজার দাতা অক্সফামকে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের প্রধান নির্বাহী মার্ক গোল্ডরিং একথা জানিয়েছেন।

২০১০ সালে হাইতিতে ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিতে কার্যক্রম পরিচালনা করেছিল অক্সফাম। ২০১৩ সালে অক্সফামে যোগ দেন গোল্ডরিং।

হাইতির ওই যৌন কেলেঙ্কারির পর কতজন অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, `গত ১০ দিনে  সাত হাজার দাতা অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে।`

গোল্ডরিং বলেন, `করপোরেট স্পন্সররা এই মুহূর্তে তাদের সিদ্ধান্ত বিবেচনা করছেন। এ ঘটনায় তাদের ইমেজ কতটা নষ্ট হয়েছে সেগুলো তারা বিবেচনা করছে।`

Walton
Walton