Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সোমার পর সোহেলের স্বর্ণ জয়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ৯ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

সোমার পর সোহেলের স্বর্ণ জয়

ঢাকা : নেপালে শুরু হওয়া এসএ গেমসের নবম দিন সোমবার ব্যক্তিগত পুরুষ কম্পাউন্ডে স্বর্ণ পদক জিতলেন বাংলাদেশের মো. সোহেল। আর্চারিতে এ নিয়ে ৮টি সোনার পদক পেল বাংলাদেশ। আর সব মিলিয়ে এবারের আসরে এখন পর্যন্ত বাংলাদেশের স্বর্ণপদক হলো ১৬টি। এরআগে আর্চারি নারী কমপাউন্ডে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জেতেন বাংলাদেশের সোমা বিশ্বাস।


এর আগে রোববার  দুপুরে আর্চারিতে ভুটানকে হা‌রি‌য়ে সোনা জিতে নেয় বাংলা‌দেশের দল।

আর্চারিতে নারীদের দলগত রিকার্ভে ভারতকে হারিয়ে স্বর্ণ জেতে বাংলাদেশ। তার আগে দিনের শুরুতে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জেতেন রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেলকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

দেশের বাইরে এসএ গেমসে বাংলাদেশের এটাই সেরা সাফল্য। এর আগে ১৯৯৫ মাদ্রাজ গেমসে ৭টি স্বর্ণপদক ছিল সেরা অর্জন। তবে সবমিলিয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা সাফল্য এর মধ্যেই হয়ে গেছে। ১৯৯৩ আসরে ১১টি স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। তবে সামনে আছে ২০১০ সালে জেতা ১৮টি স্বর্ণ জেতার রেকর্ড। এবার হয়তো আগের সব রেকর্ড ভেঙে যাবে সহজেই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer