Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০৩, ৬ নভেম্বর ২০১৯

আপডেট: ১০:৩৫, ৬ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল

ঢাকা : বঙ্গোপসাগরে উঁকি দিচ্ছে আরো এক ঘূর্ণিঝড়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আন্দামান সাগরে ঘণীভূত এই নিম্নচাপ ‌`বুলবুল` নামে বয়ে যাবে বাংলা-উড়িষ্যা উপকূলের দিকে। আরব সাগরে এখনই দুটি ঘূর্ণিঝড় তাণ্ডব লীলা চালাচ্ছে। এই তিন ঘূর্ণিঝড় প্রায় একসঙ্গে আবির্ভাবে ২০১৮ সালের রেকর্ড ছুঁয়ে ফেলেছে ২০১৯। এখনো দু-মাস বাকি। ফলে ভেঙে যেতে পারে গত বছরের রেকর্ডও।

মোট ছয়টি ঘূর্ণিঝড় হয়েছে এবার। এ বছর আরব সাগর বা বঙ্গোপসাগরে মোট ছয়টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। সপ্তম ঘূর্ণিঝড়টি এরই মধ্যে বঙ্গোপসাগরে অপেক্ষা করছে এবং শিগগিরই এটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ‌`বুলবুল` নামে ধেয়ে আসবে বঙ্গোপসাগর দিয়ে। তাহলেই গত বছরের সমান ঘূর্ণিঝড় বয়ে যাবে ২০১৯ সালেও। এর আগে আরবসাগরে এসেছে বায়ু আর হিক্কা। আর বঙ্গোপসাগরে এসেছে পেথাই, ফণী।

গত বছর মোট সাতটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল। এই বছর নভেম্বর মাসের মধ্যেই আমরা ওই সংখ্যায় পৌঁছে যাব। প্রায় দু`মাস বাকি এখনো এই বছরের। আর এই দুই মাসে ঘূর্ণিঝড়ের সংখ্যা আরো বাড়তে পারে। এই সংখ্যাটি আরো বাড়বে বলে আশা করা যায়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer