Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৭ ১৪৩১, বৃহস্পতিবার ০২ মে ২০২৪

সুনামগঞ্জে মেয়র পদে পুনর্নির্বাাচন ২৯মার্চ

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

আপডেট: ১৪:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

প্রিন্ট:

সুনামগঞ্জে মেয়র পদে পুনর্নির্বাাচন ২৯মার্চ

সুনামগঞ্জ : সুনামগঞ্জে গত পহেলা ফ্রেরুয়ারী সুনামগঞ্জ পৌরসভার দু-বারের নির্বাচিত মেয়র ও আ,লীগের জাতীয় কমিটির সদস্য আয়ুব বখত জগলুলের মৃত্যুতে তার পদটি শুন্য হয়ে যায়। 

রোববার নির্বাচন কমিশনার (ইসি) দেশের বিভিন্ন স্থানীয় সরকারের ৮টি পৌরসভা ও ১২৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের সঙ্গে সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

সুনামগঞ্জ জেলা নির্বাচনী কর্মকর্তা আব্দুল মোতালেব খান এই বিষয়টি নিশ্চিত করেন। ইসি সূত্রে জানাযায়,সুনামগঞ্জে আগামী ১লা মার্চ মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ,যাচাই-বাচাই ৪ ও ৫ তারিখ,প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময ১২মার্চ ও প্রতীক বরাদ্ধ ১৩মার্চ এবং ২৯মার্চ নির্বাচন অনুষ্টিত হবে। সুনামগঞ্জ পৌরসভার সর্বশেষ নির্বাচন হয় ২০১৫সারের ৩০ডিসেম্ভর। ঐ নির্বাচনে ১৪৮৮৫ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হন আ,লীগের জাতীয় কমিটির সদস্য আয়ুব বখত জগলুল। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী হাসন রাজার প্রপৌত্র দেওয়ান গনিউল সালাদীন ১০হাজার ৪৮ ভোট,বিএনপির প্রার্থী অধ্যÿ শেরগুল আহমদ পান ২হাজার ৪১৪ভাট। তখন ভোটার ছিল ৩৬হাজার এবার হালনাগাতে ভোটার হচ্ছে আরো ৪০হাজার। ভোট কেন্দ্র ২৩টি।

 

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer