Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

সুনামগঞ্জে পন্ডিত ছিদ্দিক আলী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০২:৫৫, ২১ অক্টোবর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সুনামগঞ্জে পন্ডিত ছিদ্দিক আলী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ছবি : বহুমাত্রিক.কম

সুনামগঞ্জ : সুনামগঞ্জে প্রতি বছরের ন্যায় এবছরও পন্ডিত ছিদ্দিক আলী আফিন্দী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৬২৯ জন শিক্ষার্থী।

পনেরটি কক্ষে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছেন ২৯ জন শিক্ষক। অন্যান্য বছর উপজেলা ভিত্তিক অনুষ্ঠিত হলেও এবছর জেলা ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে ১১টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহনের মধ্য দিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

২০১৫ সালে জামালগঞ্জ উপজেলার বিছনা গ্রাম থেকে চালু করা হয়েছে পন্ডিত ছিদ্দিক আলী আফিন্দী মেধাবৃত্তি পরীক্ষা। অন্যান্য বছর নিজ গ্রামে অনুষ্ঠিত হলেও এবছর জেলার সকল শিক্ষার্থীরা অংশ গ্রহন করার লক্ষে সুনামগঞ্জ শহরে পরীক্ষা কেন্দ্র চালু করা হয়েছে।

এসময় পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন পন্ডিত ছিদ্দিক আলী আফিন্দী মেধাবৃত্তি পরীক্ষা কমিটির সভাপতি সামছুন নেহার আফিন্দী, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন আফিন্দী, ফাউন্ডেশনের সভাপতি রিজিয়া বেগম, প্রধান সমন্বয় নাসিমা রহমান, কোষাধ্যক্ষ কাওসার জাহান, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মুজিবুর রহমান, সদস্য তাসনুবা সোবহান, ফারাহ তাসহীন আফিন্দী, সুনামগঞ্জ উচ্চ বালিকার সিনিয়র সহকারি শিক্ষক মো. জামাল উদ্দিন, শাহজাহান মিয়া, সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক জনকেণ্ঠর জেলা প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, ডিবিসি নিউজের প্রতিনিধি আমিনুল ইসলাম, বণিক বার্তার প্রতিনিধি বিপ্লব রায় প্রমুখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer