Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৪ ১৪৩১, বুধবার ০৮ মে ২০২৪

শুরু হয়েছে ডিসি সম্মেলন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১৪, ২৫ জুলাই ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

শুরু হয়েছে ডিসি সম্মেলন

ঢাকা : রাজধানীতে জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর সচিবালয়ের মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে কর্ম-অধিবেশন শুরু হয়। সম্মেলনে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ অংশ নিচ্ছে এবং মোট ২২টি কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম জানান, এই সম্মেলনে মন্ত্রণালয়ভিত্তিক বিভিন্ন কর্ম-অধিবেশন থাকবে। মাঠপর্যায়ে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে সুবিধা-অসুবিধা ও চাহিদাগুলো তুলে ধরবেন জেলা প্রশাসকরা।

সম্মেলনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা সরকারের নীতি, দর্শন ও প্রাধিকার সম্পর্কে নির্দেশনা গ্রহণ করবেন। মাঠপর্যায়ে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে নীতি-নির্ধারণকারীদের অবহিত করবেন।

সম্মেলনের দ্বিতীয় দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer