Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজনমত গড়তে বিএনপির তাগিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১০, ২১ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজনমত গড়তে বিএনপির তাগিদ

ঢাকা : জাতীয় ঐক্যমত্য তৈরি করে রোহিঙ্গা ইস্যুতে বিশ্বজনমত গড়ার তাগিদ দিলেন বিএনপি`র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আন্তর্জাতিক চাপ তৈরি করে শরণার্থীদের ফিরিয়ে নিতে বাধ্য করতে হবে মিয়ানমারকে।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন মির্জা ফখরুল।

এ সময় তিনি আরো বলেন, `রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে দিতে হলে বিশ্বে জনমত তৈরি করতে হবে। সেই বিশ্ব জনমত তৈরি করতে আজকে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য সৃষ্টি করা।`

এ সময় তিনি আরো বলেন, `এই মানুষগুলোকে বাঁচানোর জন্য সমগ্র বিশ্বের এগিয়ে আসা উচিত। এবং মিয়ানমারকে বাধ্য করা উচিত রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ করে অবিলম্বে তাদেরকে ফেরত নিয়ে নাগরিক হিসেবে অধিকার দেওয়ার।`

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer