Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

রাস্তা খোঁড়াখুঁড়ি ২১ জুন পর্যন্ত বন্ধ :কাদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৪, ৪ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

রাস্তা খোঁড়াখুঁড়ি ২১ জুন পর্যন্ত বন্ধ :কাদের

ছবি : সংগৃহীত

ঢাকা : ঈদ উল ফিতর উপলক্ষে কাল থেকে বিআরটিসি বাসের আগাম টিকেট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে রাজধানীর মতিঝিলে এক সভায় একথা জানান তিনি। রাজধানীতে চলমান খোঁড়াখুঁড়ি আপাতত বন্ধ রাখারও নির্দেশ দেন তিনি।

সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যে ফ্লাইওভারগুলো আছে নির্মাণাধীন আছে সেগুলো ২১ তারিখ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছি আমি। কারণ এখন বৃষ্টি বাদলের দিন, কন্সট্রাকশনের জায়গা দিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয়। তাই কনস্ট্রাকশনের কাজও বন্ধ রাখতে বলা হয়েছে।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘যেসব কাজ ভোগান্তি সৃষ্টি করবে, সেগুলো বন্ধ রাখতে হবে। ঈদের পরে আবার শুরু করা যাবে। কিন্তু ঈদে জনগণের যেন কোনো রকম ভোগান্তি না হয়।’

এসময় তিনি বলেন, ‘ফ্লাইওভারের ৭০% কাজ শেষ হয়ে গেছে। এগুলো ধীরে করলেও হবে। অতিরিক্ত বর্ষণ হচ্ছে, তাই জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এসব কাজগুলো বন্ধ রাখতে বলছি।’

এছাড়া অনেক জায়গায় কাজ হয়ে গেছে অনেক আগেই, কিন্তু রাস্তার করুণ অবস্থা। এগুলো যারা করেছে, তাদের বলতে হবে ঠিক করতে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer