Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মহিলা সাংবাদিকের গালে হাত, বিতর্কে রাজ্যপাল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ১৮ মে ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মহিলা সাংবাদিকের গালে হাত, বিতর্কে রাজ্যপাল

ঢাকা : বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না ভারতের তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতের। ফের নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি৷ সাংবাদিকের প্রশ্ন এড়াতে গিয়ে তার সম্মতি ছাড়াই গাল টিপে আদর করার চেষ্টা করেন রাজ্যপাল৷ মঙ্গলবার রাজভবনে এই ঘটনা ঘটে৷

গোটা ঘটনার বিবরণ নিজের টুইটারে দিয়েছেন ‘দ্য উইক’ পত্রিকার সাংবাদিক লক্ষ্মী সুব্রহ্মণ্যম। তিনি বলেন, রাজ্যপালের সাংবাদিক সম্মেলন যখন প্রায় শেষের মুখে, তখনই তাঁকে একটি প্রশ্ন করেন তিনি৷ স্পষ্টতই সেই প্রশ্নের উত্তর এড়াতে চেয়েছিলেন রাজ্যপাল৷ প্রশ্নের জবাবে তাঁর সম্মতি ছাড়াই গাল টিপে দেন রাজ্যপাল৷ গোটা ঘটনায় রীতিমতো হতবার ওই সাংবাদিক৷ নিজের ক্ষোভ উগরে দিয়েছেন টুইটারে৷

উল্লেখ্য, যৌন সম্পর্কের মাধ্যমে ভালো নম্বর পাইয়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তামিলনাড়ুর এক কলেজের অধ্যাপিকা। তাঁকে দ্রুত গ্রেপ্তার করা সেই বিতর্কে নাম জড়িয়েছে রাজ্যপালেরও। সেই বিতর্ক থেকে নিজের নাম সরানোর জন্যই মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলন করেন তিনি। কিন্তু সেখানেও আরও একটি বিতর্কে জড়িয়ে পড়েন রাজ্যপাল৷

৭৮ বছর বয়সি বনওয়ারিলালের এ হেন আচরণকে সম্পূর্ণ অনাহুত এবং অপেশাদারি হিসেবে আখ্যা দিয়েছেন ওই সাংবাদিক। সাংবিধানিক পদে থাকা কোনো ব্যক্তির এ হেন আচরণ সম্পূর্ণ অশোভন বলে জানিয়েছে তারা।

রাজ্যপালের এ হেন আচরণে ক্ষুব্ধ তামিলনাড়ুর প্রধান বিরোধী দল ডিএমকে-ও।রাজ্যপালের এ হেন আচরণে ক্ষুব্ধ তামিলনাড়ুর প্রধান বিরোধী দল ডিএমকে। দলের রাজ্যসভার সাংসদ কানিমোঝি এই ঘটনা নিয়ে টুইট করে এই কাজের ব্যাখ্যা চেয়েছেন৷ কি করে বিনা অনুমতিতে রাজ্যপাল কোনও মহিলার গায়ে হাত দিতে পারেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি৷ সূত্র : কলকাতা২৪

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer