Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৭ ১৪৩১, বৃহস্পতিবার ০২ মে ২০২৪

ভালো অবস্থানেই আছে বাংলাদেশ :তামিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ২১ অক্টোবর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভালো অবস্থানেই আছে বাংলাদেশ :তামিম

ছবি : Associated Press

চট্টগ্রাম : ইংল্যান্ডের মতো ছন্দে থাকা দলের ব্যাটিং দেখেই উইকেটের অবস্থা বোঝা গেছে। বাংলাদেশের যাওয়া পাঁচ উইকেটের চারটিই নিয়েছেন ইংল্যান্ডের স্পিনাররা।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন থেকেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটকে স্পিন স্বর্গ মনে হয়েছে। প্রথম ইনিংসে ৫ উইকেটে ২২১ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। আর এটাকে ভালো অবস্থানই বলছেন বাংলাদেশ ওপেনার তামিম ইকবাল।

৭৮ রানের ইনিংস খেলা বাঁহাতি এই ব্যাটসম্যানের দৃষ্টিতে ভালো অবস্থানেই আছে বাংলাদেশ, ‘আমরা হয়তো একটু ভালো অবস্থানে আছি। আমাদের হাতে পাঁচটি উইকেট আছে। আমরা যদি কাল ভালো একটি সেশন পার করতে পারি তাহলে উপরে থাকবো। তবে এই উইকেটে খেলা সহজ নয়। যদি মুশফিক আউট না হতো তাহলে বলতে পারতাম আমরা ভালো একটি দিন কাটিয়েছি।’

মাহমুদুল্লাহ রিয়াদ উইকেটে থাকা অবস্থায় দ্রুতই রানচাকা ঘুরেছে বাংলাদেশের। আবার অধিনায়ক মুশফিকুর রহিমের আউটের আগে রানই হয়নি বলা চলে। তামিম বলছেন টেস্ট ক্রিকেট এমনই, ‘টি- ব্রেকের এর পর বেশ রান দ্রুত হয়ে গেছে। আপনি দেখবেন টেস্ট ম্যাচে এরকম অবস্থা আসে। দেখবেন কখানো রান হচ্ছে, অনেক সময় রানই হচ্ছে না আবার অনেক সময় অল্প রান হচ্ছে।’

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer