Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ভারতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৪৬, ২৬ এপ্রিল ২০১৮

আপডেট: ২২:৫৬, ২৬ এপ্রিল ২০১৮

প্রিন্ট:

ভারতে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ

ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয় ভারতে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক মেধাবী বাংলাদেশী নাগরিকদের জন্য ‘ভারতে উচ্চশিক্ষা’ নামে একটি নতুন স্কিম চালু করেছে। ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন এতথ্য জানিয়েছে। 

হাই কমিশন জানায়, নতুন এই স্কিমের আওতায় একটি অনলাইন ভর্তি পোর্টাল খোলা হয়েছে, যার মাধ্যমে আগ্রহী বাংলাদেশী নাগরিকগণ একটিমাত্র আবেদনের মাধ্যমে ভারতের প্রথম সারির দেড়শ’ শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।

দ্বিতীয়ত, দ্বাদশ শ্রেণি (উচ্চ মাধ্যমিক)/ এসএটি-এর প্রাপ্ত নম্বর ভর্তির মানদণ্ড হিসেবে বিবেচিত হবে। ভারত সরকার মেধার ভিত্তিতে ২৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ফি মওকুফের সুযোগ দিচ্ছে। বিস্তারিত জানতে এডসিআইএল-এ (EdCIL) নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করুন-

শ্রী সন্দীপ গোয়েল, প্রধান ব্যবস্থাপক
ইমেইল: [email protected], মোবাইল: +91-9968605365

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer