Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৭ ১৪৩১, বৃহস্পতিবার ০২ মে ২০২৪

বিসিএসে ফরম পূরণের জন্য হেল্প লাইন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫১, ১৫ এপ্রিল ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিসিএসে ফরম পূরণের জন্য হেল্প লাইন

ঢাকা : ৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় ফরম পূরণের ক্ষেত্রে পরীক্ষার্থীদের কারিগরী বিষয়ে পরামর্শ ও সহায়তা দিতে হেল্প লাইন চালু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ.ই.ম নেছার উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

তার সই করা এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, পরীক্ষা দিতে ইচ্ছুক ব্যক্তিরা ০১৫৫৫৫৫৫১৪৯, ০১৫৫৫৫৫৫১৫০, ০১৫৫৫৫৫৫১৫১ ও ০১৫৫৫৫৫৫১৫২ এই চারটি নম্বরে এ সংক্রান্ত সহায়তা নিতে পারবেন। প্রতি কর্ম দিবসে সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত এই নম্বরে যোগাযোগ করা যাবে।

গত ১০ এপ্রিল সকাল ১০টা থেকে এই বিশেষ বিসিএসের জন্য অনলাইনে ফরম জমা নেয়া শুরু হয়েছে। ৩০ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত পরীক্ষার্থী ফরম পূরণ করতে পারবেন।এই বিসিএসের মাধ্যমে সরকার প্রায় ৫ হাজার ডাক্তার নিয়োগ দেবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer