Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ২৮ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া

ঢাকা : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন এক বিমান বিধ্বংসী অস্ত্র পরীক্ষা পরিদর্শন করেছেন।

অস্ত্রটি পরীক্ষা শেষে বেশি পরিমাণে এর উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, নতুন এ অস্ত্রের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পুরো দেশজুড়ে সেগুলো মোতায়েনের আদেশ দিয়েছেন কিম জং উন।

নতুন বিমান বিধ্বংসী অস্ত্র পরীক্ষার সপ্তাহখানেক আগে পারমাণবিক বোমা বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার দাবি করেছিল উত্তর কোরিয়া।

কেসিএনএ অবশ্য নতুন পরীক্ষিত অস্ত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেনি। তবে ন্যাশনাল ডিফেন্স সায়েন্স একাডেমি এটি তৈরি করেছে বলে জানানো হয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer