Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বাংলাদেশ থেকে ফেসবুকে দেখা যাবে লা লিগার খেলা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ১৪ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বাংলাদেশ থেকে ফেসবুকে দেখা যাবে লা লিগার খেলা

ঢাকা : বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মানুষ এখন থেকে ফেসবুকের মাধ্যমে স্প্যানিশ ফুটবল লা লিগার খেলা দেখতে পারবেন।

সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করেছে যার ফলে লা লিগার পরবর্তী তিনটি সিজনের প্রতিটি খেলা সরাসরি দেখা যাকে ফেসবুকের মাধ্যমে।

এই খেলা ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলংকা এবং পাকিস্তান থেকে দেখা যাবে।

এর স্বত্বাধিকার আগে ছিল সনি পিকচারস নেটওয়ার্কের।তবে এই চুক্তির শর্তাবলী কী সেগুলো প্রকাশ করা হয়নি।এই অঞ্চলে ফেসবুকের ৩৪৮ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে, তার মধ্যে ভারতেই আছে ২৭০ মিলিয়ন।

এটাই ফেসবুক এবং টেক ইন্ডাস্ট্রির সাথে সর্বশেষ পদক্ষেপ। এখানে বিশাল অংকের অর্থের বিনিয়োগ রয়েছে উদীয়মান এই লাইভ স্ট্রিমিং সার্ভিসের জন্য।

মার্কিন যুক্তরাষ্ট্রের দর্শকের জন্য ইতোমধ্যেই বেসবলের বড় খেলাগুলো দেখাচ্ছে ফেসবুক।যার প্রতিটি খেলার মূল্য ১০ লক্ষ ডলার।

ফেসবুকের গ্লোবাল লাইভ স্পোর্টস এর পরিচালক রয়টারর্সকে বলেছেন, লা লিগার স্ট্রিমিং প্রথমে কোন বিজ্ঞাপন ছাড়াই যাবে।

কিন্তু বিবেচনা করা হচ্ছে ভবিষ্যতে কিভাবে আরো ভালো করে বাস্তবায়ন করা যায়।

পিটার হুটন এই নিউজ এজেন্সিকে বলেন "এটা একটা চুক্তি"। তিনি আরো বলেন, "এটা এমন নয় যে ব্রডকাস্ট ওয়ার্ল্ডের জন্য এটা একটা বড় হুমকি"ফেসবুক লা লিগা চুক্তি গ্লোবাল ট্রেন্ডের একটা অংশ।

বিবিসি বাংলা 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer