Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু সাফারি পার্কে দুই জিরাফের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৫, ১৭ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বঙ্গবন্ধু সাফারি পার্কে দুই জিরাফের মৃত্যু

ছবি : সুরেশ বড়ুয়া

গাজীপুর : গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দুইটি জিরাফের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পার্কের ভিতরের কোর সাফারি এলাকায় সাধারণ দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

বঙ্গবন্ধু পার্কের সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাব উদ্দিন জানান, ২০১৩ সালে আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়। এদের মধ্যে পাঁচ-ছয় বছর বয়সী দুটি স্ত্রী জিরাফ মঙ্গলবার রাতে পার্কের ভিতরে কোর সাফারি এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।

খবর পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পিডি সামসুল আজম ও বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়ের ভেটেনারি মেডিসিন বিভাগের অধ্যাপক ড. আব্দুর রহমান নেতৃত্বে একদল চিকিৎসক জিরাফ দুটির চিকিৎসা করেন।

তিনি জানান, বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় এক ঘণ্টার ব্যবধানে জিরাফ দু`টি মারা যায়। খাবারের মান ও কৃত্রিমভাবে সৃষ্ট প্রাকৃতিক পরিবেশের সকল বিষয় ঠিক থাকার পরেও জিরাফ দুটি অসুস্থ হবার কারণ বোঝা যাচ্ছে না। মারা যাবার পর জিরাফ দুটির মৃত্যুর কারণ জানার জন্য ময়না তদন্ত সম্পন্ন হয়। দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে দেহের স্যাম্পল পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer