Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

‘প্রতিযোগিতায় টিকে থাকতে কারিক্যুলাম আধুনিকায়নের বিকল্প নাই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৩, ২৬ সেপ্টেম্বর ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

‘প্রতিযোগিতায় টিকে থাকতে কারিক্যুলাম আধুনিকায়নের বিকল্প নাই’

ছবি: জনসংযোগ বিভাগ, বাকৃবি

ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদ আয়োজিত হেকাপ প্রকল্পের আওতায় ‘বিএসসি ফিশারিজ (অনার্স) ডিগ্রী মানোন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মাৎস্য বিজ্ঞান অনুষদ সম্মেলন ভবনে মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ জসিমউদ্দিন খান, বাকৃবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল এর পরিচালক অধ্যাপক ড. মোঃ ছোলায়মান আলী ফকির, বিএফআরআই এর মহা পরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুভাষ চন্দ্র চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল হক।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলী আকবর বলেন, আমি আশা করছি মাৎস্য বিজ্ঞান অনুষদের শিক্ষার গুণগত মানোন্নয়নে আজকের কর্মশালা বিশেষ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মের স্বার্থে বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে আমাদের কোর্স কারিক্যুলাম আধুনিকায়নের কোন বিকল্প নাই।

পরে টেকনিক্যাল সেশনে বিষয়ের উপর অনুষদীয় শিক্ষকগণ, গবেষক ও খামারিরা বক্তব্য রাখেন । অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের প্রধান, বিভাগীয় শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer