Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

চেক জালিয়াতি : বজলুল হক হারুনকে আদালতে তলব

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৫, ২৩ জানুয়ারি ২০১৭

আপডেট: ১৪:৪১, ২৩ জানুয়ারি ২০১৭

প্রিন্ট:

চেক জালিয়াতি : বজলুল হক হারুনকে আদালতে তলব

ঢাকা : ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) বজলুল হক হারুনকে চেক জালিয়াতির মামলায় আগামী ৫ জুন তলব করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল বাদী হয়ে এক কোটি টাকার চেক প্রতারণার এ মামলা করেন। ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ মামলাটি আমলে নিয়ে এ আদেশ দেন।

এ বিষয়ে বাদী খলিলুর রহমান খলিল বলেন, এ নিয়ে আসামি বজলুল হক হারুনের বিরুদ্ধে তিনটি চেকের মামলা দায়ের করা হয়েছে। প্রতিটি এক কোটি চেক প্রতারণার মামলা।

খলিল বলেন, ‘এমপি বজলুর রহমান হারুন একই আদালতে আমার বিরুদ্ধে প্রতারণা ও মানহানির মামলা দায়ের করলেও আমি আদালত থেকে জামিন নিয়েছি।’ তিনি আরো বলেন, ‘এস এম শওকত হোসেন মিয়া আমার আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করছেন।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer