Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ওয়ানডেতে বাংলাদেশের একধাপ উপরে অস্ট্রেলিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ১৯ জুন ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ওয়ানডেতে বাংলাদেশের একধাপ উপরে অস্ট্রেলিয়া

ঢাকা : ওয়ানডেতে অস্ট্রেলিয়ার র‍্যাংকিংটা ঠিক বাংলাদেশের একধাপ উপরে। একদিনের ক্রিকেটে পাঁচবারের বিশ্বকাপ জয়ী দলের এমন অবনমন হবে সেটা দেখেও বিশ্বাস করার মতো না।

গত ৩৪ বছরের  মধ্যে এই প্রথম এমন খারাপ অবস্থানে অস্ট্রেলিয়ার র‍্যাংকিং। ইংলিশদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অজিরা এখন ইংল্যান্ডে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হেরে এমন অবনমন ঘটেছে অস্ট্রেলিয়ার। রেটিং পয়েন্ট ১০২ নিয়ে বাংলাদেশের ঠিক এক উপরে ৬ নম্বরে অবস্থান তাদের।২০১৬-১৭  সিজন মিলে এখন পর্যন্ত ২৩টি ওয়ানডের মাত্র ৯টি ম্যাচে জিতেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

১২৪ রেটিং পয়েন্ট নিয়ে ১ নম্বর অবস্থানে আছে ইংল্যান্ড। দুই নম্বরে ভারত, তিন নম্বরে দক্ষিণ আফ্রিকা, চার নম্বরে নিউজিল্যান্ড।

১০২ রেটিং নিয়ে পাঁচ নম্বরে পাকিস্তান। তার পরেই আছে ১০২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া। ৯৩ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer