৩১ মে ২০১৬ মঙ্গলবার, ১০:১৬ এএম
নারায়ণগঞ্জ প্রতিনিধি
বহুমাত্রিক.কম
নারায়ণগঞ্জ: আড়াইহাজার উপজেলায় নজরুল ইসলাম (৩৫) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার কালামেরকান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নজরুল উপজেলার লক্ষ্মীবরদি এলাকার আবুল হোসেন টুকুর ছেলে। তিনি নরসিংদী জেলা ছাত্রদলের নেতা ছিলেন।
স্থানীয়রা জানান, রাতে উপজেলার গোপালদী পৌরসভার কালামেরকান্দী এলাকায় নজরুল ইসলামসহ ২০-২৫ জন সন্ত্রাসী নিজেদের মধ্যে তর্কবিতর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে কালামেরকান্দী এলাকার যুবকরা নজরুল ইসলামকে এলোপাথারি কুপিয়ে পরে হাতুড়ি ও ইট দিয়ে মাথা থেতলে সড়কের পাশে ফেলে রেখে যায়।
পরে তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।