Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৪ ১৪৩০, শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩

ত্রিসীমানায় এখন মারাত্মক কেউটে

শওকত আলী বেনু

প্রকাশিত: ২২:৪৩, ২৫ এপ্রিল ২০১৬

আপডেট: ১৫:৩৩, ৩ মে ২০১৬

প্রিন্ট:

ত্রিসীমানায় এখন মারাত্মক কেউটে

উঠোনের ত্রিসীমানায় এখন 
মারাত্মক কেউটে
কেউটের নিকটাত্মীয় গোখরা 
একদা ফনা তুলেছিল 
আজও তুলছে 
তুলছে...আর খেলছে ...।

খাটাশ ও 
নিভৃতচারী গন্ধগোকুলেরা
শিকার নিয়ে আদি নেশায় মত্ত 
ব্যধি পীড়িত রাষ্ট্রে
গোধূলিলগ্নে
রাতের আঁধারে
কখনো নিরবে, দিবালোকে...।

রাজ্য দেখেও দেখে না 
বুঝেও বুঝে না।
হবুচন্দ্রের মন্ত্রী 
গবুচন্দ্র
নেউলের ফাঁদে পড়ে
ছুঁচো ধরছে। 

ধোঁয়াশার পিড়িতে বসে 
ক্রমশ 
ঝুঁকে পড়ছে 
অদ্ভুদ রহস্যের দিকে 
আর দিন গুনছে
দিন গুনছে ....
এক টুকরো শান্তির আশায়
ওম শান্তি 
ওম শান্তি।

লন্ডন, ২৫ এপ্রিল ২০১৬

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer