Bahumatrik Logo
 
১১ মাঘ ১৪২৩, বুধবার ২৫ জানুয়ারি ২০১৭, ৩:১৫ পূর্বাহ্ণ

তারেকের অর্থ পাচার মামলার রায় যেকোনো দিন


১৬ জুন ২০১৬ বৃহস্পতিবার, ০৭:৫৯  পিএম

নিজস্ব প্রতিবেদক

বহুমাত্রিক.কম


তারেকের অর্থ পাচার মামলার রায় যেকোনো দিন

ঢাকা : অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের রায়ের বিরুদ্ধে দুদকের আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে যেকোন দিন রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে অর্থপাচার মামলায় ৭ বছরের কারাদণ্ড দেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালত। এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৫ ডিসেম্বর আপিল করে দুদক।

বহুমাত্রিক.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।