Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

পশ্চিম তীরে বসতি নির্মাণের ঘোষণা ইসরায়েলের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৯, ২৫ অক্টোবর ২০২১

প্রিন্ট:

পশ্চিম তীরে বসতি নির্মাণের ঘোষণা ইসরায়েলের

মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার মধ্যেই পশ্চিম তীরে আবারও বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল।

তেল আবিব বলেছে, শিগগিরই এক হাজার ৩০০টি বাড়ি নির্মাণের কাজ শুরু করবে তারা। ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিন বলছে, এ ধরনের উদ্যোগ নেওয়া হলে আবারও সহিংসতা ছড়িয়ে পড়বে। ইসরায়েলের বাড়ি নির্মাণে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের তীব্র আন্দোলনের মধ্যেই নতুন ঘোষণা দিল তেল আবিব। অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ১৩শ’ বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের গৃহায়ণমন্ত্রী জিভ এলকিন। বসতি নির্মাণের জন্য শিগগিরই টেন্ডার ছাড়া হবে বলেও জানান তিনি। তেল আবিব বলছে, পশ্চিম তীরের জর্ডান সীমান্তে নির্মিত এসব বাড়িতে ২ হাজারের বেশি ইহুদি বসবাসের সুযোগ পাবেন।

ইসরায়েলের এমন উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান। রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফিলিস্তিনি ভূমি দখল করে বসতি নির্মাণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন। এ ধরনের তৎপরতা বন্ধ না হলে অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠা হবে না। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসন প্রতিহতের ঘোষণা দিয়েছে ফিলিস্তিন। যে কোনো মূল্যে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতেয়াহ।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer