Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২০ ১৪৩১, শনিবার ০৪ মে ২০২৪

বিশ্বের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫, ২২ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

বিশ্বের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ঢাকা: জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী শাসন ব্যবস্থার উন্নয়নে এক সঙ্গে কাজ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। ।

সোমবার জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংস্থার সাধারণ পরিষদের অধিবেশনে মহাসচিব বলেন, ‘জাতিসংঘের স্তম্ভ দেশের সার্বভৌম ক্ষমতা সকলের উন্নতি সাধনের চেষ্টায় অভিন্ন মূল্যবোধের ভিত্তি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে হাতে হাত রেখে এগিয়ে চলে।’

মহাসচিব বলেন, ‘কেউ বিশ্ব সরকার ব্যবস্থা চায় না। তবে আমরা বিশ্ব শাসন ব্যবস্থার উন্নয়নে অবশ্যই একত্রে কাজ করবো।’

সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গুতেরেস বলেন, ‘জাতিসংঘ হচ্ছে একটি উন্নত বিশ্ব গড়ে তোলার বাতিঘর। এর আদর্শ ভাবনা হচ্ছে বিশ্বে শান্তি, ন্যায়বিচার, সমতা ও মর্যদা প্রতিষ্ঠা করা।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer