Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

সোমবার খুলে দেয়া হচ্ছে তাজমহল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৮, ৫ জুলাই ২০২০

প্রিন্ট:

সোমবার খুলে দেয়া হচ্ছে তাজমহল

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মাঝে দীর্ঘ তিন মাস বন্ধ ছিল ভারতের অন্যতম পর্যটন আকর্ষণ তাজমহল। তবে কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করে ৬ জুলাই থেকে খুলে দেওয়া হচ্ছে আগ্রার সপ্তদশ শতকের এই মোগল স্থাপত্যটির দরজা।

রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, দর্শনার্থীদের সর্বক্ষণ মাস্ক পরা, পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রাখা, তাজমহলের চকচকে মার্বেল পাথরের পৃষ্ঠে হাত রাখা থেকে বিরত থাকা এসব নিয়ম আরোক করা হয়েছে।

এছাড়া দৈনিক মাত্র পাঁচ হাজার দর্শনার্থীকে প্রবেশের অনুমতি দেয়া হবে। এদের দুই দলে ভাগ করে ঢুকতে দেয়া হবে। স্বাভাবিক সময়ে দৈনিক প্রায় ৮০ হাজার পর্যটক তাজমহল দেখা সুযোগ পেতেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer