
ছবি- সংগৃহীত
যুক্তরাজ্যের লিভারপুল শহরের কেন্দ্রের একটি রাস্তায় ফুটবল সমর্থকদের উপর গাড়ি উঠিয়ে দেয়া হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ খবর জানিয়েছে এএফপি।
সোমবার সন্ধ্যায় লিভারপুলের ওয়াটার স্ট্রিটে এই ঘটনা ঘটে। লিভারপুল ফুটবল ক্লাবের শিরোপা উদযাপন দেখতে সেখানে হাজারো সমর্থক জমায়েত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রিয় ফুটবল দলের শিরোপা জয় উদযাপন দেখতে আসা হাজার হাজার মানুষের ভিড়ের মধ্যে একটি কালো রঙের যাত্রীবাহী গাড়ি উঠিয়ে দেয়া হয়। এ সময় কয়েকজন গাড়ির ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন। গাড়িটা ভিড়ের মধ্যে আরও সামনে এগোতে থাকলে এর নিচে চাঁপা পড়েন আরও অনেকেই।
এ ঘটনায় পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ এক ব্যক্তিকে আটক করে হেফাজতে নেয়। ঘটনাস্থলে থাকা এএফপির একজন সাংবাদিক জানান, তিনি উদ্ধারকারীদের কমপক্ষে চারজন আহত ব্যক্তিকে স্ট্রেচারে করে সরিয়ে নিয়ে যেতে দেখেন।
লিভারপুলের খেলোয়াড়রা একটি ছাদখোলা বাসে করে শহরজুড়ে শিরোপা জয়ের প্যারেড করছিলেন। এ সময় চালক বারবার গাড়ির হর্ন বাজায় এবং অবশেষে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়। মধ্য ইংল্যান্ডের বার্মিংহামের কাছে সোলিহালের বাসিন্দা ৪৮ বছর বয়সি হ্যারি রশিদ বলেন, ‘গাড়িটা এটা অত্যন্ত দ্রুত গতির ছিল’।
রশিদ আরও বলেন, ‘প্রথমে আমরা কেবল গাড়ির বনেট থেকে লোকজনকে ছিটকে পড়ার শব্দ শুনতে পেলাম। এটা ছিল ভয়াবহ এবং তিনি যখন লোকজনের উপর দিয়ে চলে যাচ্ছিলেন তখন আমরা ধাক্কার শব্দ শুনতে পাচ্ছিলাম।’ অন্যান্য প্রত্যক্ষদর্শীরা জানান, তারা চিৎকার শুনতে পান এবং এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা গাড়িটিকে ঘিরে ধরেন। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, সন্ধ্যা ৬টার কিছু পর তারা ওয়াটার স্ট্রিটে একাধিক পথচারীর ওপর গাড়ি উঠার খবর পায়। এরপর ঘটনাস্থল থেকে তারা আটক ব্যক্তি লিভারপুল এলাকার ৫৩ বছর বয়সি এক শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে করে। গাড়িটি থেমে যাওয়ার পর তাকে আটক করে হেফাজতে নেয়া হয়।
ঘটনাটি শহরের আনন্দঘন পরিবেশে আতঙ্কের জন্ম দেয়। শিরোপা উদযাপনে পুরো শহর উৎসবমুখর থাকলেও তা মুহূর্তেই বদলে দেয়। ঘটনার পর লিভারপুল ক্লাব এক বিবৃতিতে জানায়, ‘ওয়াটার স্ট্রিটের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা মার্সিসাইড পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছি এবং ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইল। জরুরি সেবাদানকারীদের আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।’
এ ঘটনায় প্রতিক্রিয়া জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এক বিবৃতিতে তিনি বলেন, ‘লিভারপুলের দৃশ্য ভয়াবহ। যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা। পুলিশ ও জরুরি সেবা সংস্থার দ্রুত পদক্ষেপের জন্য ধন্যবাদ জানাই। তদন্তের স্বার্থে আমরা পুলিশকে প্রয়োজনীয় সময় ও সুযোগ দিতে অনুরোধ করছি।’
এ ঘটনায় এখন পর্যন্ত আহতের সঠিক সংখ্যা জানানো হয়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং নতুন তথ্য পাওয়া গেলে জানানো হবে বলে নিশ্চিত করেছে।