Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

জ্যৈষ্ঠ ২ ১৪৩২, শনিবার ১৭ মে ২০২৫

পদ্মা সেতু দিয়ে ২৩ রুটে চলবে বিআরটিসি বাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৬, ২১ জুন ২০২২

প্রিন্ট:

পদ্মা সেতু দিয়ে ২৩ রুটে চলবে বিআরটিসি বাস

বর্তমানে ঢাকা–খুলনা রুটে ১৬টি, ঢাকা–যশোর রুটে দুটিসহ বিআরটিসির মোট ১৮টি বাস চলাচল করছে। পুরোনো এসব রুটের সঙ্গে এখন নতুন করে এই ২৩টি রুট যুক্ত হচ্ছে।

পদ্মা সেতু হয়ে যেসব রুটে বিআরটিসির বাস চলবে

ঢাকা থেকে জাজিরা হয়ে শরীয়তপুর

ঢাকা (গুলিস্তান) থেকে ভাঙ্গা হয়ে ফরিদপুর

ঢাকা (গুলিস্তান) থেকে ভাঙ্গা, ভাটিয়াপাড়া, নড়াইল হয়ে যশোর

ঢাকা থেকে ভাঙ্গা, ভাটিয়াপাড়া, কালনাঘাট, লোহাগড়া, নড়াইল হয়ে যশোর

ঢাকা (গুলিস্তান) থেকে ভাঙ্গা, গোপালগঞ্জ, খুলনা, যশোর হয়ে বেনাপোল

ঢাকা (গুলিস্তান) থেকে গোপালগঞ্জ, ফকিরহাট হয়ে খুলনা

ঢাকা থেকে ভাঙ্গা, গোপালগঞ্জ, কাটাখালি, ফকিরহাট হয়ে খুলনা

ঢাকা (গুলিস্তান) ভাঙ্গা, গোপালগঞ্জ, খুলনা হয়ে সাতক্ষীরা

নরসিংদী থেকে গুলিস্তান, মাওয়া, ভাঙ্গা, মুকসুদপুর হয়ে কাশিয়ানী

ঢাকা (গুলিস্তান) থেকে টেকেরহাট, মোস্তফাপুর, গৌরনদী হয়ে বরিশাল

ঢাকা (মিরপুর-১২) থেকে ফুলবাড়িয়া, সায়েদাবাদ, ভাঙ্গা, টেকেরহাট, মোস্তফাপুর হয়ে গৌরনদী

ঢাকা (আবদুল্লাহপুর) থেকে শিবচর, টেকেরহাট, মোস্তফাপুর হয়ে মাদারীপুর

ঢাকা (আবদুল্লাহপুর) থেকে ভাঙ্গা, মোস্তফাপুর, গৌরনদী, আগৈলঝরা হয়ে পয়সারহাট

নরসিংদী থেকে গুলিস্তান, মাওয়া, শিবচর, মাদারীপুর হয়ে চরমুগুরিয়া

ঢাকা থেকে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা

ঢাকা ভাঙ্গা, মুকসুদপুর, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাজিরপুর হয়ে পিরোজপুর

ঢাকা (গুলিস্তান) থেকে শরীয়তপুর, ডামুড্যা বাইপাস হয়ে গোসাইরহাট

ঢাকা (গুলিস্তান) থেকে শরীয়তপুর, প্রেমতলী হয়ে মোল্লারহাট

ঢাকা (গুলিস্তান) থেকে যাত্রাবাড়ী, ভাঙ্গা হয়ে বরিশাল

কুয়াকাটা থেকে পটুয়াখালী, বরিশাল, ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী

বাউফল থেকে বরিশাল, ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী

ভান্ডারিয়া থেকে বরিশাল ভাঙ্গা হয়ে যাত্রাবাড়ী

ঢাকা থেকে ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী হয়ে কুয়াকাটা

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer