Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

প্রতিরাতে ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফ্লাইট চলাচল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৩, ১ ফেব্রুয়ারি ২০২৩

আপডেট: ১৭:১৮, ২ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

প্রতিরাতে ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফ্লাইট চলাচল

রানওয়ের সংস্কার কাজ চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এজন্য বৃহস্পতিবার থেকে আগামী ৩ এপ্রিল পর্যন্ত রাত ২টা থেকে সকাল ৭টা অবধি ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম।

তিনি জানান, রানওয়েতে লাইটিংব্যবস্থা উন্নয়নের কাজ চলছে। এ কারণে আগামী দুই মাস প্রতি রাতে পাঁচ ঘণ্টা করে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ কাজের কারণে সকাল সাতটা থেকে বেলা সাড়ে ১১টা এবং রাত দশটা থেকে ২টা পর্যন্ত ফ্লাইটের আধিক্য দেখা দিতে পারে। তবে এই অবস্থা সামাল দিতে ট্রাফিক বিভাগ থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় করা হবে। পাশাপাশি এসব পরিকল্পনা বাস্তবায়নে মনিটরিং টিম গঠন করা হয়েছে। যাত্রীদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer