Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

নানা আয়োজনে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাজী রকিবুল ইসলাম, যশোর

প্রকাশিত: ২৩:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

নানা আয়োজনে দৈনিক আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি- বহুমাত্রিক.কম

যশোর : দৈনিক আমার সংবাদ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোর প্রেসক্লাবে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রতিনিধি এম এ রহমানের স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ফকির শওকত, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি শহিদ জয়, সিনিয়র সাংবাদিক বদরুজ্জামান টুনু, আমিনুর রহমান মামুন, প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, সময় টিভির প্রতিনিধি জুয়েল মৃধা,দৈনিক যশোরের সিনিয়র রিপোর্টার কমর আহম্মেদ, দৈনিক স্পন্দনেন সাব-এডিটর গোলাম মোস্তফা মুন্না, স্টাফ রিপোর্টার মুর্শিদুল আজিম হিরু, দৈনিক নয়াদিগন্তের শেখ জালাল উদ্দিন, সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের যশোর প্রতিনিধি কাজী রকিবুর ইসলাম, লায়লা পারভীন, বীরমুক্তিযোদ্ধা কেএম মোস্তফা কামাল, হাফেজ মুজিবর রহমানসহ দৈনিক আমার সংবাদের যশোরের বিভিন্ন উপজেলা প্রতিনিধিবৃন্দ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables