
ফাইল ছবি
নেটওয়ার্ক বিভ্রাটে গ্রামীণফোনের সেবা ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার কিছু পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গ্রামীণফোনের গ্রাহকেরা নেটওয়ার্ক পাচ্ছেন না।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রামীণফোনের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। গ্রামীণফোনের ভেরিফাইড পেজে এক বিজ্ঞপ্তিতে অপারেটরটি জানিয়েছে, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হচ্ছে। সমস্যা সমাধানে তাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করছে।
গ্রামীণফোনের এ সমস্যার সমাধানে কত সময় লাগবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। নেটওয়ার্ক বিপর্যয়ের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও আলোচনা চলছে। অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে বিপর্যয়ের কারণ জানতে চাইছেন।