Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৯ ১৪৩২, মঙ্গলবার ১৩ মে ২০২৫

এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ইয়াহুর

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

এবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা ইয়াহুর

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বড় বড় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই থামছেই না। গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, টুইটার, ডেলের পর এ বার ইয়াহুর পালা। ইয়াহুর ‘অ্যাড টেক ইউনিট’ থেকে ২০ শতাংশেরও বেশি কর্মী ছাঁটাই করা হবে। এর ফলে এক হাজার ৬০০ জন চাকরি হারাবে।

২০২১ সালে ৫ বিলিয়ন ডলারে ইয়াহুর মালিকানা কিনে নেয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট (এপিওএন)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে তাদের প্রধান বিজ্ঞাপন ব্যবসায় বিনিয়োগ ও শ্রম কমে আসবে।

কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে আরো এক তথ্যপ্রযুক্তি সংস্থা ডেল। বিশ্ব জুড়ে প্রায় ৬ হাজার ৬৫০ জন কর্মী ছাঁটাই করবে তারা। গত নভেম্বরে ৬ হাজার কর্মীকে ছাঁটাইয়ের কথা বলেছে এইচপি ইনকর্পোরেশন। সিসকো সিস্টেমস ইনকর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশনও প্রায় ৪ হাজার কর্মীকে ছাঁটায়ের কথা জানিয়েছে। এদিকে বিশ্ব জুড় ১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে অ্যামাজন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer