
ছবি- সংগৃহীত
সৌদি আরবের আসির প্রদেশে বাস দুর্ঘটনায় নিহত ১৮ বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। এ ঘটনায় উদ্ধার হওয়া আহত আরও ১৭ বাংলাদেশিকে স্থানীয় কয়েকটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মক্কায় হজ পালনে যাওয়া যাত্রীরা প্রায়ই দুর্ঘটনায় পড়লেও, সৌদি আরবের আসির প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনাটি গেল কয়েক বছরের মধ্যে ছিল সবচেয়ে মারাত্মক।
এ ঘটনায় নিহত ২৩ জনের পাশাপাশি আহত ১৭ বাংলাদেশিসহ ২৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আগুনে ঝলসে যাওয়ায় বাংলাদেশিদের মৃতদেহ শনাক্ত করতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের সঙ্গে থাকা বাংলাদেশ কনস্যুলেট কর্মকর্তাদের।
এদিকে, নিহত ১৮ বাংলাদেশির পরিচয় শনাক্তের পর এখন চলছে তাদের লাশ দেশে ফেরানোর প্রক্রিয়া।
উদ্ধার হওয়া আহত ১৭ বাংলাদেশিকে আবহা প্রাইভেট হাসপাতাল, সৌদি জার্মান হাসপাতাল, মাহায়েল জেনারেল হাসপাতাল ও আসির জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত সোমবার (২৭ মার্চ) সৌদির আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।